ঢাকাবৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা মামলার জাতাঁকলে পৃষ্ট হয়ে অকালে ঝরে পড়ল এক যুবক

আহমেদ রকিব
ডিসেম্বর ১৬, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

১৪ ডিসেম্বর আনুমানিক রাত ৮ ঘটিকায় চট্টগ্রাম নগরীর পোর্ট কলোনিতে মোঃ ইমন (২৩) নামে এক যুবক তার নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা,পরে প্রতিবেশীদের সহযোগীতায় তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আত্মহত্যার বিষয়ে ঘটনাস্থলে গেলে প্রতিবেশীরা জানায়, ইমনের নামে মিথ্যা নারী নির্যাতনের মামলা করাই অপমান সহ্য করতে না পেরে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আত্মহত্যা করেন ইমন।

স্থানীয়দের সাথে কথা বলে আরো জানা যায়, মিথ্যা মামলা সাঁজিয়ে মোটা অংকের টাকা আদায়ের জন্য ইমন সহ তার ৩ বন্ধুর নামে আদালতে মামলা দায়ের করেন সুমা। স্থানীয়রা আরো অভিযোগ করেন, সুমা এবং স্বামী সোহেল কিছু অসাধু দালাল চক্রের সাথে সংযুক্ত হয়ে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা আদায় করে আসছেন বিভিন্ন জন থেকে।

ইমনের মায়ের সাথে আত্মহত্যা ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলের নামে মিথ্যা নারী নির্যাতন মামলা করে অভিযুক্ত নারীর স্বামীসহ অসাধু দালাল চক্র দফায় দফায় আমার বাসায় এসে লাখ টাকা চাঁদা দেওয়ার শর্তে মামলা মিমাংসা করে দিবে বলেন। তিনি আরো বলেন, আমার ছেলে এই মামলায় তাকে ফাঁসানোর অভিযোগ করে এই মিমাংসায় বসতে অস্বীকৃতি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন এবং সে বার বার আমার কাছে অনুরোধ করে বলেছে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

আত্মহত্যার ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ঘটনার ব্যাপারে তিনি অবগত আছেন এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।