ঢাকাবৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

Rokib
অক্টোবর ১৯, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ এতে আহত হয়নি।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে আসে। কিন্তু কোনো সংঘর্ষ ঘটেনি। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।